নিজস্ব সংবাদদাতাঃ এবার একাধিক রাজ্যে ভারী বৃষ্টির পূর্বাভাস দিল ভারতীয় আবহাওয়া দফতর বা আইএমডি (IMD)। আজ সোমবার আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে যে আগামী ৫ থেকে ৭ জুন আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে ভারী বৃষ্টি (Heavy Rainfall) হবে। এছাড়া কেরালা, মাহে ও লাক্ষাদ্বীপে আগামী ৭ থেকে ৯ জুন অবধি তুমুল বৃষ্টি হতে পারে। শুধু তাই নয়, হাওয়া অফিস জানাচ্ছে আগামী ৭ জুন দক্ষিণ কর্ণাটকের কিছু জায়গায় বৃষ্টি হবে।