ঠাণ্ডা কই? ভাসিয়ে দেবে বৃষ্টি! রাজ্যে কমলা সতর্কতা

এখন যেখানে সারা দেশজুড়ে মানুষ ঠাণ্ডার জন্য অপেক্ষা করছে সেখানে এখনও বেশ কিছু অংশে ক্রমাগত বৃষ্টি হচ্ছে বা বৃষ্টির সতর্কতা রয়েছে। এবার আবার কমলা সতর্কতা জারি করা হল।

author-image
Anusmita Bhattacharya
New Update
raindeath

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা: আজ বৃষ্টি নিয়ে বড় সতর্কতা জারি করেছে ভারতীয় আবহাওয়া বিভাগ। দক্ষিণ ভারতের বেশ কিছু অংশে ভারী বৃষ্টি হতে পারে আগামী ২ দিন ধরে। এছাড়া কেরালায় জারি করা হয়েছে কমলা সতর্কতা। এই রাজ্যের মলপ্পুরম, ইদুক্কি এবং পাঠানামথিট্টা জেলায় এই সতর্কতা জারি করা হল এবার। দক্ষিণ তামিলনাড়ুতে রয়েছে একটি ঘূর্ণাবর্ত।