পারদ কমবে ২-৪ ডিগ্রি, সঙ্গী হবে বৃষ্টিও, বড় আপডেট দিল IMD

আবারও একবার বড় আবহাওয়া বদলের সাক্ষী থাকতে চলেছেন দেশের মানুষ।

author-image
SWETA MITRA
New Update
5 weather.jpg

নিজস্ব সংবাদদাতাঃ নতুন করে শহরের আবহাওয়া বদলের ইঙ্গিত দিল আইএমডি (IMD)। দিল্লি-এনসিআর-এর আবহাওয়া নিয়ে আইএমডি-র বিজ্ঞানী সোমা সেন রায় বলেন, "আমরা আশা করেছিলাম যে দিল্লিতে কেবল মেঘ থাকবে। আবহাওয়া আরও তীব্র হয়ে উঠেছে। পশ্চিমী ঝঞ্ঝা ৭০ ডিগ্রি পূর্ব ও ২৮ ডিগ্রি উত্তরে অব্যাহত রয়েছে এবং নিম্ন স্তরে প্ররোচিত ঘূর্ণিঝড় সঞ্চালন অব্যাহত রয়েছে। আমরা পশ্চিম হিমালয় অঞ্চলে ব্যাপক বৃষ্টিপাতের আশা করছি। আমরা পাঞ্জাব, হরিয়ানা, উত্তর রাজস্থান এবং উত্তর প্রদেশের কিছু অংশে বৃষ্টির আশা করছি। আমরা আশা করছি আগামীকাল থেকে পরিষ্কার আকাশ থাকবে এবং পার্বত্য অঞ্চলে তুষারপাতের কারণে উত্তর পশ্চিম ভারতের সমভূমিতে শীতল বাতাস শুরু হবে। আগামী ৪ থেকে ৫ দিন তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।“