নিজস্ব সংবাদদাতাঃ এবার সাইক্লোন তেজ (Cyclone Tej) নিয়ে প্রকাশ্যে এল বড় রকমের আপডেট। দক্ষিণ-পশ্চিম আরব সাগরে প্রবল ঘূর্ণিঝড় 'তেজ' তীব্র আকার ধারণ করেছে। 'তেজ' নামে উচ্চারিত, এটি বর্তমানে ইয়েমেনের সোকোত্রার নিকটে কেন্দ্রীভূত হয়ে রয়েছে। আগামী ২৪ ঘণ্টায় এটি আরও তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। ২৫ শে অক্টোবর ভোরে আল গাইদাহ (ইয়েমেন) এবং সালালাহ (ওমান) এর মধ্যে সম্ভাব্য আঘাত হানার সম্ভাবনা রয়েছে বলে জানিয়ে দিয়েছে ভারতীয় আবহাওয়া দফতর বা আইএমডি (IMD)।