রীতিমতো শীতের হাড়কাঁপুনি চলছে
উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম আবহাওয়ার ভোলবদল জারি। দিল্লি-সহ উত্তর ভারতের আবহাওয়ায় শুরু ‘জেট স্ট্রিম উইন্ড’। কোল্ড ওয়েভ আর কোল্ড ডের প্রভাবে রীতিমতো শীতের হাড়কাঁপুনি চলছে।
উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম আবহাওয়ার ভোলবদল জারি। দিল্লি-সহ উত্তর ভারতের আবহাওয়ায় শুরু ‘জেট স্ট্রিম উইন্ড’। কোল্ড ওয়েভ আর কোল্ড ডের প্রভাবে রীতিমতো শীতের হাড়কাঁপুনি চলছে।
নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা উত্তর-পশ্চিম ভারতে। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে উত্তরপ্রদেশ সংলগ্ন এলাকায় ঘুনাবর্ত। অসম ও সংলগ্ন এলাকায় রয়েছে আরও একটি ঘূর্ণাবর্ত। ঘূর্ণাবর্ত রয়েছে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে। শ্রীলঙ্কা উপকূলের কাছে রয়েছে এই ঘূর্ণাবর্ত। কর্ণাটক থেকে ছত্রিশগড় পর্যন্ত অন্য একটি অক্ষরেখা রয়েছে।
পূর্ব ভারতের রাজ্যগুলিতে তাপমাত্রা আগামী ২৪ ঘণ্টায় একই রকম থাকবে। তারপর থেকে দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। দিল্লি সহ-সংলগ্ন এলাকায় কুয়াশার দাপট থাকবে। সঙ্গে জেড স্ট্রিম উইন্ডের প্রভাবে কোল্ড ওয়েভ ও কোল্ড ডে পরিস্থিতি।
{{ primary_category.name }}