এসে গেল ‘হামুন’, ভয়ঙ্কর ঝড়, লণ্ডভণ্ড!

আইএমডি জানিয়েছিল, 'ল্যান্ডফোল প্রক্রিয়া শুরু হয়েছে। ঘণ্টায় ১০০ কিলোমিটার বেগে অগ্রসর হওয়া ঘূর্ণিঝড় হামুন দুর্বল হয়ে কয়েক ঘণ্টার মধ্যে চট্টগ্রামের দক্ষিণে বাংলাদেশ উপকূল অতিক্রম করবে বলে ধারণা করা হচ্ছে।'

author-image
SWETA MITRA
New Update
HAMOOS.jpg

 

নিজস্ব সংবাদদাতাঃ ঘূর্ণিঝড় হামুন (Cyclone Hamoon) নিয়ে নতুন করে বড় তথ্য দিল ভারতীয় আবহাওয়া অধি দফতর বা আইএমডি (IMD)। আজ বুধবার আইএমডির তরফে জানানো হয়েছে যে উপকূলীয় বাংলাদেশের উপর সিএস হামুন দক্ষিণ-পূর্ব বাংলাদেশ এবং সংলগ্ন মিজোরামের উপর ডিডিতে দুর্বল হয়ে পড়েছে। এটি উত্তর-পূর্ব দিকে অগ্রসর হয়ে আগামী ঘণ্টায় আরও দুর্বল হয়ে নিম্নচাপে পরিণত হতে পারে এবং পরবর্তী ঘন্টায় একটি সুচিহ্নিত নিম্নচাপ এলাকায় পরিণত হতে পারে। বুধবার ভারতের আবহাওয়া বিভাগ (আইএমডি) জানিয়েছে, মৌসুমি বায়ু তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। মধ্যরাতের দিকে এটি চট্টগ্রাম থেকে প্রায় ৪০ কিলোমিটার পূর্ব-দক্ষিণ-পূর্বে বাংলাদেশের উপকূলে অবস্থান করছিল। আজ হামুন বাংলাদেশ উপকূলে আঘাত হানতে পারে। উপকূলীয় এলাকায় বসবাসকারীদের জন্য সতর্কতা জারি করেছে আবহাওয়া অধিদফতর। মেঘালয়, আসাম ও পশ্চিমবঙ্গসহ পাঁচ টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।