বিধ্বংসী রূপ ধারণ করেছে 'বিপর্যয়', কমলা সতর্কতা জারি

পূর্ব-মধ্য আরব সাগরে প্রবল ঘূর্ণিঝড় 'বিপর্যয়' তীব্র আকার ধারণ করেছে। এর প্রতিক্রিয়ায় আইএমডি সোমবারের জন্য মুম্বাই এবং থানের জন্য হলুদ সতর্কতা জারি করেছে।

author-image
SWETA MITRA
New Update
biporjoy.jpg

নিজস্ব সংবাদদাতাঃ ভয়াবহ রূপ আকার ধারণ করে গুজরাট উপকূলের দিকে ধেয়ে আসছে সাইক্লোন বিপর্যয়। এদিকে পূর্ব-মধ্য তৎসংলগ্ন উত্তর-পূর্ব আরব সাগরে অতি প্রবল ঘূর্ণিঝড় 'বিপর্যয়' (Cyclone Biparjoy)-এর প্রভাবে সৌরাষ্ট্র কচ্ছ উপকূলে কমলা সতর্কতা জারি করেছে ভারতীয় আবহাওয়া অধিদফতর বা আইএমডি (IMD)। রীতিমতো ফুঁসছে সমুদ্র। আজ সোমবার গুজরাটের কচ্ছ উপকূলীয় অঞ্চলে উচ্চ ঢেউ আঘাত হেনেছে।