নিজস্ব সংবাদদাতা:আইএমডি হিমাচল প্রদেশের প্রধান কুলদীপ শ্রীবাস্তব বলেছেন, "শিমলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 11.6 ডিগ্রি সেলসিয়াস... পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব 4 জানুয়ারি থেকে হিমাচল প্রদেশে দেখা যাবে...লাহৌল এবং স্পিতি, কিন্নর-এ হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং তুষারপাতের সম্ভাবনা রয়েছে। ৬ জানুয়ারি মধ্য হিমালয় অঞ্চলে বৃষ্টি ও তুষারপাতের প্রত্যাশিত...6 জানুয়ারি পাঞ্জাব ও হরিয়ানা সংলগ্ন সমভূমিতে বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে"।