নিজস্ব সংবাদদাতা: দেশজুড়ে কোভিড টিকাকরণ শুরুর পর থেকেই একটা বিষয় সামনে আসে যা হল টিকাকরণের সার্টিফিকেটে প্রধানমন্ত্রী মোদীর ছবি। সেই নিয়ে বিতর্কও হয়। কিন্ত লোকসভা ভোটের মধ্যেই কোভিড সার্টিফিকেট থেকে উধাও হয়ে গেল এবার মোদীর ছবি। অ্যাস্ট্রাজেনেকা ও অক্সফোর্ড ইউনিভার্সিটির ফর্মুলায় তৈরি কোভিশিল্ডের পার্শ্বপ্রতিক্রিয়া থেকে বিরল রোগের সম্ভাবনা আছে। স্বীকার করতে বাধ্য হয়েছে ওষুধপ্রস্তুতকারী সংস্থা অ্যাস্ট্রাজেনেকা।
/anm-bengali/media/post_attachments/aab774c75ce45bfe439949e6e41ac5cefd8963f56b16bc0746fc40fcc1c2784c.jpg?impolicy=website&width=640&height=480)
এবার ভারতে অনেকেই তাদের টিকা নেওয়ার শংসাপত্র নতুন করে ডাউনলোড করতে শুরু করতেই দেখা গেল স্বাস্থ্য মন্ত্রকের ইস্যু করা সার্টিফিকেটে নেই মোদীর ছবি।
/anm-bengali/media/post_attachments/8b817d41319468460557bd6373531238bd5620cf009f146582653649c638be10.png?im=FeatureCrop,size=(826,465))
/anm-bengali/media/post_attachments/8d319ad87939c8150d11b296b814c978fe646f0bca5d9ba491d5a6ac0aabbdb1.webp)