নিজস্ব সংবাদদাতা: বিজেপি নেতা অগ্নিমিত্র পল বলেছেন, "মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অনুসারে সবকিছু চলছে। এই সবই পরিকল্পিত। মমতা বন্দ্যোপাধ্যায় শুধুমাত্র ৩৩% জনসংখ্যার জন্য কাজ করার পরিকল্পনা করেছেন। যাঁরা তাঁকে ভোট দেয়। বাংলাদেশ থেকে সন্ত্রাসী এবং অসামাজিক উপাদান এবং তাদের ভোটার আইডি, আধার কার্ড দেয় এবং তারা তৃণমূলের ভোট ব্যাংকে পরিণত হচ্ছে। আমরা বাংলাদেশীদের কাছ থেকে অন্তত কিছু প্রতিক্রিয়া শুনতে চাই। বাংলাদেশের শিল্পীরা যাঁরা এখানে এসে কাজ করে তারা কেন কিছু বলছে না? যদি গণহত্যার মুখোমুখি হওয়া একটি সম্প্রদায়ের বিরুদ্ধে দাঁড়ানো হয় রাজনীতি, কমিউনিজম, আমি যখনই সুযোগ পাব তখনই করব। প্রিয়াঙ্কা গান্ধী সংসদে যান। বাংলাদেশে হিন্দু নারীরা যখন ধর্ষিত হচ্ছে তখন তিনি কেন চুপ করে আছেন? তিনি এবং তাঁর ভাই বাংলাদেশের হাতরাস, মণিপুর, সম্বলে যায়, কিন্তু হিন্দুদের নিয়ে কোনো বিবৃতি দেন না।"