নিজস্ব সংবাদদাতা: বাংলাদেশে অবৈধ ১১ জন বাংলদেশীকে রাজস্থানে আটক করা হয়েছে। এই প্রসঙ্গে জয়পুরের ডেপুটি কমিশনার অফ পুলিশ বলেন, "কিছুদিন আগে, আমরা এই তথ্য পেয়েছি যে ভাগোরা থানার এলাকার কাছে কিছু বাংলাদেশি অবৈধভাবে অবস্থান করছে। তদন্ত করা হয়েছিল এবং এর সাথে জড়িত বিভিন্ন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছিল।" বাংলাদেশের ১১ জন নাগরিককে পুলিশ আটক কেন্দ্রে পাঠিয়েছে। এই বিষয়ে বাংলাদেশের প্রশাসনের যোগাযোগ করা হয়েছে বলে রাজস্থান প্রশাসনের তরফে জানানো হয়েছে।