নিজস্ব সংবাদদাতা: আইফা অ্যাওয়ার্ডস নিয়ে এবার শুরু হয়ে গেল রাজনৈতিক বিতর্ক। আইফা থেকে কত বিনিয়োগ হয়েছে জানতে চাইলেন রাজস্থানের প্রাক্তন মুখ্যমন্ত্রী। রাজস্থানের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা কংগ্রেস নেতা অশোক গেহলট এদিন বলেন, “আইফা-এর প্রভাব কী ছিল, সেই বিষয়ে বিধানসভায় উত্থাপিত প্রশ্নের উত্তর দেওয়া রাজস্থান সরকারের কর্তব্য। যদি এই কর্মসূচিতে ১০০ কোটি টাকা বিনিয়োগ করা হয়ে থাকে, তাহলে এর ফলাফলও একই রকম হওয়া উচিত। আমাদের আইফা-তে অংশগ্রহণকারী সকল অভিনেতাদের স্বাগত জানানো উচিত। চলচ্চিত্র জগতে ছোট বা বড় শিল্পী বলে কিছু নেই। আমি সকল শিল্পীকে সম্মান করি”।
/anm-bengali/media/media_files/m1KY2bqHyXUeMSUPjEhj.jpg)