নিজস্ব সংবাদদাতাঃ ছত্তিশগড়ের কাঙ্কেরে অ্যানিট-নকশাল অভিযান প্রসঙ্গে বুধবার অর্থাৎ আজ আইজি বস্তার পি সুন্দররাজ বলেন, "এনকাউন্টার চলাকালে একে-৪৭ এবং অন্যান্য গ্রেডেড অস্ত্র উদ্ধার করা হয়েছিল। সাধারণত এই অস্ত্র ব্যবহার করে থাকেন প্রবীণ মাওবাদীরা। শীঘ্রই অস্ত্র শনাক্তের কাজ শেষ হবে।"
আইজি বস্তার পি সুন্দররাজ আরও বলেন, "নির্বাচনের সময় তাদের পক্ষ থেকে সহিংস কর্মকাণ্ড চালানোর ষড়যন্ত্র করা হয়েছিল; বিধানসভা নির্বাচনের সময় আমরা যথাযথ ব্যবস্থা করেছিলাম, তাই তারা কোনও বড় ঘটনা ঘটাতে পারেনি এবং এই মুহুর্তে আমাদের যা কিছু সম্পদ রয়েছে, তা নিয়ে আমাদের কাজ চলছে; আমরা আশা করছি বস্তার ও কাঙ্কের নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে।"