নিজস্ব সংবাদদাতাঃ দিল্লিতে ভুয়ো কমন সার্ভিস সেন্টারের (সিএসসি) আইডি ও সার্টিফিকেট দেওয়ার সঙ্গে জড়িত তিনজনের একটি চক্রকে গ্রেফতার করল আইএফএসও স্পেশাল সেল। ধৃতদের নাম মনু শর্মা, কুলদীপ সিং ও চিত্রেশ গোয়েল। সূত্রে খবর, এই চক্রটি সারা ভারত জুড়ে ১,০০০ মানুষকে ১৭ লক্ষ টাকার বিনিময়ে প্রতারিত করেছে। আইএফএসও-র ডিসিপি প্রশান্ত গৌতম জানিয়েছেন, ধৃতদের কাছ থেকে ছয়টি ফোন উদ্ধার করা হয়েছে।
Delhi | IFSO special cell, busted a gang of three people involved in issuing forged Common Service Centers (CSC) IDs and certificates. The accused have been identified as Monu Sharma, Kuldeep Singh, & Chitresh Goyal. The gang has cheated 1,000 people across India for Rs 17 lakh.… pic.twitter.com/cVQAI1K0x9