নিজস্ব সংবাদদাতাঃ পৃথিবীর বেশ কিছু জায়গা আছে, যেখানে ভরপুর রহস্য রয়েছে। এমনই এক জায়গা হল তামিলনাড়ুর পূর্ব উপকূলে রামেশ্বরম দ্বীপের দক্ষিণপ্রান্তের জায়গা ধনুশকোডি।
বলা হয় যে, এই জায়গায় রয়েছে ভগবান রামের চিহ্ন। ধনুশকোডিকে বলা হয় ভারতের অন্যতম রহস্যময় শহর।
বলা হয় যে, সূর্যাস্তের পর এই জায়গায় কাউকে প্রবেশ করতে দেওয়া হয়না। তামিলনাড়ু সরকারও এই শহরটিকে একটি ভুতুড়ে শহর এবং বসবাসের অযোগ্য হিসেবে ঘোষণা করেছে।