নিজস্ব সংবাদদাতা: দূরপাল্লার ট্রেনে সফর করার আগে অনলাইনে টিকিট কাটলে বিমা দেয় আইআরসিটিসি। তার জন্য যাত্রীদের ৩৫ পয়সা খরচ করতে হয়। বিমা করা যাত্রীর দুর্ঘটনায় মৃত্যু হলে আইআরসিটিসি ১০ লক্ষ টাকা দেয় পরিবারকে। দুর্ঘটনায় পুরোপুরি শারীরিকভাবে অক্ষম হয়ে গেলেও ১০ লক্ষ টাকা দেওয়া হয়। আংশিকভাবে অক্ষম হলে ৭ লক্ষ ৫০ হাজার টাকা এবং হাসপাতালে চিকিৎসা করানোর জন্য ২ লক্ষ টাকা দেওয়া হয়। মৃতদেহ বাড়িতে পৌঁছানোর জন্য ১০ হাজার টাকা দেওয়া হয়। এই তথ্যগুলি অনেকেই জানেন না। এই তথ্য জানা থাকলে পরবর্তীকালে সমস্যা হয় না আর্থিকভাবে।