এই উপায়ে ট্রেনে না উঠলে ১০ হাজার টাকা জরিমানা !

ওয়েটিং টিকিট নিয়ে ট্রেনে উঠলে কী হবে জানেন ? জেল না জরিমানা? সর্বোচ্চ কতদিনের সাজা? কী করে বাঁচাবেন ১০,০০০ টাকা? বিশদে রইল এই প্রতিবেদনে। জানুন বিস্তারিত।

author-image
Jaita Chowdhury
New Update
Train

ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতা: জানেন, ওয়েটিং টিকিট Waiting Ticket) নিয়ে ট্রেনে উঠলে কী করতে পারে টিটি ? সর্বোচ্চ কত জরিমানা ! হতে পারে জেল ? এই প্রতিবেদনে জানুন বিশদে।

ওয়েটিং টিকিটের সঙ্গে একটি ট্রেনের সংরক্ষিত কোচে ভ্রমণ করেন, তবে এটি তার ক্লাসের উপর নির্ভর করে। যদি কোনও ব্যক্তি স্লিপার কোচে ওয়েটিং টিকেট নিয়ে ভ্রমণ করেন, তাহলে তাকে ২৫০ টাকা জরিমানা ও যাত্রার সম্পূর্ণ ভাড়া এবং দূরত্ব অনুযায়ী অতিরিক্ত জরিমানা করা হতে পারে।

JHUJAK
ফাইল চিত্র

 আবার, ওয়েটিং টিকিটে ট্রেনে ওঠা যাত্রীর ক্ষেত্রে পরের স্টেশনে তাকে নামিয়ে দেওয়ার অধিকার থাকবে টিটির। যদি কোনও ব্যক্তি থার্ড এসি বা সেকেন্ড এসিতে ওয়েটিং টিকিট নিয়ে ভ্রমণ করেন, তবে তাকে ৪৪০ টাকা সহ যাত্রার ভাড়া দিতে হবে।

আবার, কোনও ব্যক্তি ওয়েটিং টিকিট নিয়ে ফার্স্ট ক্লাসে ভ্রমণ করতে গিয়ে ধরা পড়ে, তবে এই জরিমানা তার উপর ভ্রমণের দূরত্ব অনুযায়ী ১০ গুণ বেশি পরিমাণে ধার্য করা হতে পারে। অর্থাৎ, ভ্রমণ করলে কনফার্ম টিকিটেই ভ্রমণ করুন।