নিজস্ব সংবাদদাতা : আজ কৌতুকশিল্পী কুনাল কামরাকে কেন্দ্র করে হয়ে চলা বিতর্ক নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন সমাজবাদী পার্টির সাংসদ জয়া বচ্চন। তিনি বলেন, “যদি কথা বলার উপর নিষেধাজ্ঞা থাকে, তাহলে আপনারা অর্থাৎ মিডিয়া আর কী করবেন? আপনারা এমনিতেই খারাপ অবস্থায় আছেন। আপনাদের এরপর বলা হবে শুধু এই বিষয়েই কথা বলুন, এর বাইরে নয়। ‘জয়া বচ্চনের সাক্ষাৎকার নেবেন না’—এমন নির্দেশও দেওয়া হতে পারে। তাহলে মতপ্রকাশের স্বাধীনতা কোথায়?”
/anm-bengali/media/media_files/wxDmoBzPqaLclwOttqfj.jpg)
এছাড়াও তিনি বলেন, ''এখন কথা বলার স্বাধীনতা নেই, শুধু হাঙ্গামা করার স্বাধীনতা আছে।''