বিরাট সাফল্য, মাও নাশকতার হাত থেকে বাঁচল সেনাবাহিনী

নকশালদের লাগানো ১৫ কেজি আইইডি উদ্ধার করল সেনা।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
chhattisgarh-ied-blast.jpg

File Picture

নিজস্ব সংবাদদাতা: ফের একবার মাও নাশকতার ছক বানচাল করল সেনা। বিরাট সাফল্য পেল ছত্তিশগড়ের সিআরপিএফ। পোটকাপল্লির কাছে নকশালদের লাগানো ১৫ কেজি আইইডি উদ্ধার করল সেনা।

যা জানা যাচ্ছে, 212 ব্যাটালিয়ন সিআরপিএফ এবং জেলা বাহিনীর সৈন্যদের উপর আঘার হানার জন্যে আইইডি পুঁতে রাখা হয়েছিল জঙ্গলে। মাওবাদীদের অনুমান ছিল, ঐ জঙ্গল দিয়ে অভিযানে যাওয়ার সময় সেনাদের পায়ের আঘাতে বিস্ফোরণ ঘটবে আইইডির। বিশাল নাশকতা ঘটানোর ছক কষেছিল জঙ্গিরা। তবে তা বানচাল হয়েছে। কিস্তারাম থানা এলাকার ক্যাম্প পোটকপল্লী থেকে যৌথ অভিযানে বেরিয়ে 212 ব্যাটালিয়ন সিআরপিএফ এবং জেলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছে সেই আইইডি নিষ্ক্রিয় করে। ফলে বড় দুর্ঘটনার ঘটার আগেই তা রক্ষা করতে পেরেছেন সেনাবাহিনী।

 

hiren