নিজস্ব সংবাদদাতাঃ কয়লিবেদা গ্রামের আশপাশে নিরাপত্তা বাহিনীর ক্ষতি করতে নকশালদের আইইডি বোমা উদ্ধার করা হয়েছে।
কাঙ্কেরের পুলিশ সুপার ইন্দিরা কল্যাণ এলিসেলা জানিয়েছেন যে নিরাপত্তা বাহিনীর দল নিরাপদে রয়েছে। নকশালদের লাগানো বোমা ইতিমধ্যে সরানো হয়েছে।
#WATCH | Chhattisgarh | On the information of planting of IED bomb by Naxals to harm the security forces around village Gatakal police station Koyalibeda. The team of security forces is safe: Kanker SP Indira Kalyan Elesela