নিজস্ব সংবাদদাতা: আশঙ্কায় সত্যি হল! মাও হামলা হতে পারে ভোটকে কেন্দ্র করে। এমনটা আশঙ্কা করেছিল নিরাপত্তাবাহিনী। সেই মোতাবেক প্রচুর জওয়ান মোতায়েন করা হয়েছে বুথে বুথে। কিন্তু শেষ রক্ষা হল না।
ভোটগ্রহণ পর্বের শুরুতেই আইইডি বিস্ফোরণে কেঁপে উঠল ছত্তিশগড়। ঘটনায় গুরুতর জখম হয়েছেন এক সিআরপিএফ জওয়ান। তিনি ভোটের ডিউটিতে ছিলেন। মঙ্গলবার সকালে সুকমা জেলায় সেনা ক্যাম্প থেকে এলমাগুন্ডা গ্রামে বুথে যাওয়ার পথেই আইইডি বিস্ফোরণ ঘটে। মাওবাদীরা মাটির নীচে আইইডি পুঁতে রেখেছিল বলে সেনার তরফে জানানো হয়েছে।