নিজস্ব সংবাদদাতাঃ চাঁদের মাটিতে এবার পাওয়া গেল বরফ। যা দেখে অবাক হয়ে গেল মহাকাশ বিজ্ঞানীরাও। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো সূত্রে জানা গিয়েছে যে, চাঁদের মেরু গহ্বরে প্রচুর পরিমাণে বরফ থাকার সম্ভাবনা রয়েছে।
গবেষণায় বলা হয়েছে, এমনিতে চাঁদের মাটির নীচে যে পরিমাণ বরফ অর্থাৎ সাবসারফেস আইস রয়েছে মেরু অঞ্চলে তার পাঁচ থেকে আট গুণ বরফ আছে।