নিজস্ব সংবাদদাতা: মানুষের মনে আস্তে আস্তে এবার জায়গা করে নিচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই (AI)। এই অত্যাধুনিক প্রযুক্তিতে প্রায় ৭ হাজার ৮০০ চাকরি প্রতিস্থাপনের পরিকল্পনা করছে ইন্টারন্যাশনাল বিজনেস মেশিনস কর্পোরেশন (IBM)। এআই দিয়ে কাজ চালিয়ে নেওয়া যেতে পারে এমন ভূমিকার জন্য নিয়োগ আটকে দেওয়া (Job Layoff) হতে পারে। প্রায় ৭ হাজার ৮০০ চাকরি বাদ দেওয়ার অর্থ কর্মশক্তির ৩০ শতাংশ কমে যাওয়া। ই-কাস্টমার সার্ভিস, টেক্সট লেখা এবং কোড তৈরি করার মতো কাজগুলি করার জন্য এআই ব্যবহার করা হবে। বিভিন্ন জাগতিক কাজ যেমন চাকরির জন্য আবেদনপত্র যাচাইকরণও এআই দেখতে পারবে। মানবসম্পদ উন্নয়ন যেমন মূল্যায়ন কর্মশক্তি গঠন এবং উত্পাদনশীলতার মতো কাজগুলিতে (Creative) কর্মী নিয়োগ চলতে থাকবে।