'জয় হিন্দ', নেতাজির সৃষ্টি! বিজেপি মুসলিম ভোটকে কোণঠাসা করছে

সিএএ নিয়ে বড় মন্তব্য করলেন কংগ্রেস সাংসদ শশী থারুর।

author-image
Aniruddha Chakraborty
New Update
ক্লক্মন

ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতাঃ কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের মন্তব্য প্রসঙ্গে কংগ্রেস সাংসদ শশী থারুর বলেন, "ঘটনা হল, আমরা এমন একটা দেশ ছিলাম যেখানে এই পার্থক্য কোনও গুরুত্ব ছিল না, যেখানে নেতাজি বসুর মতো কারও ঘনিষ্ঠ সহযোগীদের মধ্যে সব ধর্মের মানুষ ছিলেন। ভয়াবহ বিমান দুর্ঘটনায় তার সঙ্গে ছিলেন একজন মুসলিম কর্নেল।  ইনিই সেই ভদ্রলোক যিনি তাঁর জন্য 'জয় হিন্দ' শব্দবন্ধটি তৈরি করেছিলেন। এর আগে 'ভারত মাতা কি জয়' এক হিন্দু পেশোয়ার মুসলিম সহযোগীর কাছে ফিরে যায়। তো, আমাদের দেশ এভাবেই চলত। আপনাকে বুঝতে হবে যে বিজেপি বা হিন্দুত্ববাদী আন্দোলনের কেউ আপনাকে বিশ্বাস করাতে চায় এমন সাদাকালো সংস্করণগুলোর চেয়ে আমাদের ইতিহাস অনেক বেশি জটিল।" 

কজ্জন

সিএএ নিয়ে তিনি বলেন, "আমার মনে হয় এটা স্পষ্ট যে তারা 'মুসলিম ভোট'কে কোণঠাসা করার নির্লজ্জ চেষ্টা করছে। মুসলমানরা অন্য সবার মতো শিক্ষিত। তারাই জানতে পারবে কী হচ্ছে।"

Add 1