নিজস্ব সংবাদদাতাঃ শুক্রবার অর্থাৎ আজ এথেন্সে প্রবাসী ভারতীয়দের সঙ্গে মতবিনিময়ের সময় গ্রিসের দবানল নিয়ে দুঃখপ্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, 'আজ আমি গ্রিসের জনগণের প্রতি সমবেদনা জানাচ্ছি। এখানকার জঙ্গলে যখন দাবানল শুরু হয়, তখন তা বড় ধরনের সংকটে পরিণত হয়। বেশ কয়েকজন মারা গেছেন। এই সঙ্কটের সময়ে ভারত গ্রিসের জনগণের পাশে রয়েছে।'
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আরও বলেন, "গ্রিস-ভারত সম্পর্ক বহু শতাব্দী পুরনো। এগুলো সভ্যতার সম্পর্ক, সংস্কৃতির সম্পর্ক। দুই দেশ একে অপরের কাছ থেকে অনেক কিছু শিখেছে এবং একে অপরকে অনেক কিছু শিখিয়েছে।"