নিজস্ব সংবাদদাতা: কেন্দ্রীয় মন্ত্রী রাজকুমার রঞ্জন সিং কি ইম্ফলের তার বাড়ির নিরাপত্তা প্রত্যাখ্যান করেছিলেন? এই বিষয় নিয়েই বর্তমানে প্রশ্ন উঠছে। তবে এবার এর উত্তর দিলেন তিনি। তিনি বলেছেন, "না, মোটেই না, আমার অনুরোধে তারা আমার বাড়িতে প্রথম হামলার প্রচেষ্টার পরে ৬ জন সিআরপিএফ কর্মী পাঠায়। দ্বিতীয় ঘটনার চার দিন আগে আমার ছেলে ও বৌমাকে আমি দিল্লিতে আসার জন্য ডেকেছিলাম তাদের মায়ের সাথে থাকার জন্য। কারণ তখন আমি কলকাতা এবং কোচিনে অফিসিয়াল অনুষ্ঠানে যোগ দেওয়ার পরিকল্পনা করছিলাম। আমি যখন কোচিনে ছিলাম তখন রাত ১০ টার দিকে আমার বাড়িতে দ্বিতীয় হামলার কথা ইম্ফল থেকে আমাকে জানানো হয়। ঠিক সেই মুহুর্তে আমি নিরাপত্তা উপদেষ্টাকে ঘটনার বিষয়ে জানাই। তিনি উত্তরে বলেন, দ্রুত ব্যবস্থা নেওয়ার কথা জানান। কিন্তু রাস্তা অবরুদ্ধ থাকায় ২ ঘন্টার জন্য স্থানীয় এসপি এবং ফায়ার ব্রিগেড ঘটনাস্থলে পৌঁছতে পারেনি"। উল্লেখ্য, কেন্দ্রীয় মন্ত্রী অভিযোগ করেছেন যে, রাজনীতিবিদদের একটি অংশ এবং স্বার্থান্বেষী ব্যক্তিরা তার ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করছে এবং গুজব ছড়াচ্ছে। যারা ভুয়ো তথ্য ও ঘৃণা ছড়াচ্ছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য তিনি প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন।