৫০ বছর কংগ্রেসের শাসন! তখন জাতিগত জনগণনা হয়নি কেন? ফের প্রশ্নের মুখে রাহুল গান্ধী
২০২৪ লোকসভা নির্বাচন খুব শীঘ্রই শুরু হতে চলেছে। সেই নিয়ে দেশ জুড়ে প্রস্তুতি চলছে জোরকদমে। এরইমধ্যে রাহুল গান্ধীকে নিশানা করে বিস্ফোরক মন্তব্য করলেন বিজেপি সাংসদ ডঃ কে লক্ষ্মণ।
নিজস্ব সংবাদদাতাঃ বিজেপি সাংসদ ডঃ কে লক্ষ্মণ বলেছেন, “আজ রাহুল গান্ধী জাতিগত জনগণনা নিয়ে কথা বলেন। আমি তাকে প্রশ্ন করতে চাই, আপনি ৫০ বছর ক্ষমতায় ছিলেন। তখন জাতি শুমারি করেননি কেন? বিষয়টি জনগণের কাছে তুলে ধরতে হবে।”
#WATCH | Hyderabad, Telangana: BJP MP Dr K Laxman says, "...Today Rahul Gandhi talks about caste census...I want to ask him, you were in power for 50 years. Why didn't you do the caste census then? You need to reveal this to the people..." pic.twitter.com/FsKcem8vpS