দেশের সঙ্গে প্রতারণা করা হয়েছে, লোকসভা নির্বাচনের আগেই বিস্ফোরক বিজেপি

হায়দরাবাদের বিজেপি প্রার্থী মাধবী লাথা বলেছেন, " ন্যায় পত্র (কংগ্রেস ইশতেহার) কি প্রতারণা করে বিজেপির চারটি স্তম্ভ কেড়ে নেয়নি? যুবক, কৃষক এবং মহিলা, দলিতদের 'অর্থনৈতিকভাবে দুর্বল' বলে ইশতেহারে যোগ করেছে কংগ্রেস।"

author-image
Tamalika Chakraborty
New Update
Madhavi-Latha-Kompella.jpg

নিজস্ব সংবাদদাতা: : কংগ্রেস বনাম বিজেপি ইশতেহার প্রসঙ্গে হায়দরাবাদের বিজেপি প্রার্থী মাধবী লাথা বলেছেন, " ন্যায় পত্র (কংগ্রেস ইশতেহার) কি প্রতারণা করে বিজেপির চারটি স্তম্ভ কেড়ে নেয়নি? যুবক, কৃষক এবং মহিলা, দলিতদের 'অর্থনৈতিকভাবে দুর্বল' বলে ইশতেহারে যোগ করেছে কংগ্রেস। আমি কংগ্রেসকে অনুরোধ করতে চাই এইভাবে প্রতারণা করা বন্ধ করুন।"

rahul gandhiir1.jpg

 

 tamacha4.jpeg