নিজস্ব সংবাদদাতা: মানব পাচারের সন্দেহে গত চার দিন ধরে ফ্রান্সে আটকে ছিল ভারতীয় যাত্রীবাহী বিমান। সেখানে জরুরী অবতরণ করানো হয় বিমানটির। তারপর সেখানেই শুরু হয় তল্লাশি অভিযান। এরপর আজ সেই বিমানটি পুনরায় ফিরে এল মুম্বইয়ে।
এদিন মহারাষ্ট্রে CISF আধিকারিকরা যাত্রীদের জিজ্ঞাসাবাদ করেন এবং কিছু যাত্রীকে এখনও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অনেককে জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। তবে কোন সূত্র ধরে মানব পাচারের বিষয়টি প্রকাশ্যে এল, সেই তথ্য জানায়নি কর্তৃপক্ষ।