আফগান নাগরিকের হাতে জাল আধার-ভোটার-প্যান কার্ড কিভাবে? তদন্তে পুলিশ

জাল নথি নিয়ে বিদেশিদের অনুপ্রবেশ চলছেই। আবার ভারতে জাল নথি কাণ্ডে গ্রেফতার হল এক। সম্প্রতি জাল আধার, ভোটার এবং প্যান কার্ড নিয়ে টালিগঞ্জে গ্রেফতার হলেন এক আফগান নাগরিক।

author-image
Jaita Chowdhury
New Update
INDIAN-PASSPORT

ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতা: জাল নথি নিয়ে বিদেশিদের অনুপ্রবেশ চলছেই। আবার ভারতে জাল নথি কাণ্ডে গ্রেফতার হল এক। সম্প্রতি জাল আধার, ভোটার এবং প্যান কার্ড নিয়ে টালিগঞ্জে গ্রেফতার হলেন এক আফগান নাগরিক। তাঁকে গ্রেফতার করে কলকাতা পুলিশের এসসিও। 

জানা যাচ্ছে যে, ধৃতের নাম সৈয়দ আকবর খান। ধৃতের পুলিশ হেফাজতের নির্দেশ দিল আদালত। এখান থেকেই প্রশ্ন উঠছে যে, পরিচয়পত্র যদি সমস্ত জাল হয়, তবে বার্থ সার্টিফিকেটের তথ্য কীভাবে এল কলকাতা পুরসভার পোর্টালে? প্রশ্ন তুললেন খোদ বিচারকের। আগামী ২৪ জানুয়ারির মধ্যে তদন্তকারী আধিকারিককে তথ্য জানানোর নির্দেশ দিয়েছে আদালত। প্রসঙ্গত, গত ২০২০ সালে জাল নথি নিয়ে দিল্লি হয়ে কলকাতা আসে সৈয়দ আকবর খান। কীভাবে তিনি পেলেন জাল নথি?  তদন্ত শুরু করেছে পুলিশ।