নিজস্ব সংবাদদাতা: অবশেষে মুম্বই পুলিশের তৎপরতায় গ্রেপ্তার করা হয়েছে বলিউড অভিনেতা সইফ আলি খানের উপর হামলাকারীকে। জানা গিয়েছে, বান্দ্রা স্টেশনে ভোরের প্রথম লোকাল ট্রেন ধরে পালানোর চেষ্টা করছিল অভিযুক্ত। কিন্তু পালানোর আগেই পুলিশ তাকে ধরে ফেলে এবং বান্দ্রা থানায় নিয়ে যায়।
গত বুধবার রাতে নিজের বাড়িতে ছুরিকাহত হন সইফ আলি খান। অভিযুক্ত তাঁকে ছয়বার ছুরিকাঘাত করে, যার ফলে সইফের হাতে, ঘাড়ে, এবং পিঠে গভীর ক্ষত তৈরি হয়। রক্তাক্ত অবস্থায় তাঁকে লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয়। অস্ত্রোপচারের পর বর্তমানে তিনি স্থিতিশীল রয়েছেন।
তদন্তে উঠে এসেছে, হামলাকারী সইফের ঘরে নয়, বরং তাঁর ছোট ছেলে জেহর ঘরে প্রবেশের চেষ্টা করছিল। এই সময় এক পরিচারিকা তাকে দেখতে পেয়ে চিৎকার করেন। পরিচারিকাকে চুপ থাকার ইঙ্গিত দিয়ে হামলাকারী ১ কোটি টাকা দাবি করে। বাধা পেয়ে সে পরিচারিকাকে ছুরিকাঘাত করে। চিৎকার শুনে সইফ বাইরে আসলে, অভিযুক্ত তাঁর উপর ঝাঁপিয়ে পড়ে এবং এলোপাতাড়ি ছুরিকাঘাত করে।
হামলার পর সিসিটিভি ফুটেজে অভিযুক্তের ছবি ধরা পড়ে। তদন্তে জানা যায়, হামলার পর সে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে এবং পালানোর জন্য পোশাক পরিবর্তন করে। শুক্রবার ভোরে বান্দ্রা স্টেশনে তাকে দেখা যায়। লোকাল ট্রেনে পালানোর আগেই পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বর্তমানে তাকে বান্দ্রা থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই হামলার কারণ ও এর পেছনের উদ্দেশ্য জানার জন্য তদন্ত চালাচ্ছে পুলিশ। সইফ ও তাঁর পরিবারের নিরাপত্তা জোরদার করা হয়েছে।