নিজস্ব সংবাদদাতা : টানা বর্ষণে বিপর্যস্ত হিমাচল প্রদেশ। রাস্তা-ঘাট, ঘর-বাড়ি সবই জলমগ্ন। আকস্মিক দুর্যোগের বলি বহু মানুষ ও গবাদি পশু। সরকারি সম্পত্তি যেমন ক্ষতিগ্রস্ত হয়েছে, তেমনই বিপর্যস্ত হয়েছে মানুষও। ২৪ জুন থেকে ১৩ জুলাই পর্যন্ত ক্ষয়-ক্ষতির পরিমাণ কত সেই তালিকা এবার প্রকাশ্যে এল। জানা যাচ্ছে, উক্ত সময়ে দুর্যোগের বলি হয়েছে ৯১ জন। এছাড়াও ভূমিধস, মেঘ ভাঙা বৃষ্টি এবং আকস্মিক বন্যার কারণে ৩৪ জনের মৃত্যু হয়েছে।