ক্ষয়-ক্ষতি কত? মিললো হিসেব

জলের তোড়ে ভেসে গিয়েছে গাড়ি, পশু, আরো কত কি। বন্যা কবলিত হিমাচলে ঘর বন্দি অসহায় মানুষগুলো। কেউ বা হারিয়েছে প্রাণ। মাথার ওপর ছাদ উড়ে গিয়েছে প্রান্তিক মানুষগুলোর।

author-image
Pallabi Sanyal
New Update
123

ফাইল ছবি


নিজস্ব সংবাদদাতা : টানা বর্ষণে বিপর্যস্ত হিমাচল প্রদেশ। রাস্তা-ঘাট, ঘর-বাড়ি সবই জলমগ্ন। আকস্মিক দুর্যোগের বলি বহু মানুষ ও গবাদি পশু। সরকারি সম্পত্তি যেমন ক্ষতিগ্রস্ত হয়েছে, তেমনই বিপর্যস্ত হয়েছে মানুষও। ২৪ জুন থেকে ১৩ জুলাই পর্যন্ত ক্ষয়-ক্ষতির পরিমাণ কত সেই তালিকা এবার প্রকাশ্যে এল। জানা যাচ্ছে, উক্ত সময়ে দুর্যোগের বলি হয়েছে ৯১ জন। এছাড়াও ভূমিধস, মেঘ ভাঙা বৃষ্টি এবং আকস্মিক বন্যার কারণে ৩৪ জনের মৃত্যু হয়েছে।