কেমন আছেন সইফ? বিপদ মুক্ত কি হলেন অভিনেতা?

'মেরুদণ্ডের ধারালো বস্তুটি বের করা সক্ষম হয়েছে'।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
saif vrtgh

File Picture

নিজস্ব সংবাদদাতা: সইফ আলি খানের ওপর হামলার ঘটনার ২৪ ঘণ্টা অতিক্রম করেছে ইতিমধ্যেই। এখন অনেকটাই সুস্থ রয়েছেন তিনি। এদিন তাঁর স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে বলতে গিয়ে মুম্বইয়ের লীলাবতী হাসপাতালের প্রধান নিউরোসার্জন ডাঃ নীতিন ডাঙ্গে বলেন, “তার হাতে দুটি আঘাত ছিল এবং একটি ঘাড়ে ছিল যা প্লাস্টিক সার্জারির মাধ্যমে সেরে গেছে। আমি মেরুদণ্ডের অস্ত্রোপচার করেছি এবং মেরুদণ্ডের ধারালো বস্তুটি বের করা সক্ষম হয়েছে। সইফ আলি খান এখন ভালো আছেন। আমরা তার স্বাভাবিক খাদ্যাভ্যাস শুরু করেছি এবং সে কথা বলছে এবং নড়াচড়া করছে। আমরা তাকে হাঁটাতে সাহায্য করছি, এবং সে ভালোভাবে হাঁটছে। তবে বেশি জোর দিয়ে এই মুহুর্তে হাঁটা যাবে না। তাকে আইসিইউ থেকে সাধারণ ওয়ার্ডে স্থানান্তরিত করা হয়েছে”।

c