তরুণ প্রজন্মের জন্যে কেমন হল অন্তর্বর্তী বাজেট?

তরুণদের জন্যে টেক দুনিয়াতে জোর দিচ্ছে কেন্দ্র।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
youth-ezgif.com-avif-to-jpg-converter (1).jpg

File Picture

নিজস্ব সংবাদদাতা: অন্তর্বর্তী বাজেটে নজর রয়েছে তরুণদের প্রাপ্তিযোগের ওপরও। কর্মসংস্থানের পাশাপাশি তরুণদের জন্যে বাজেটে আর কি বলা হচ্ছে সেই দিকে তাকিয়ে সকলেই। তবে এখনও পাওয়া তথ্য অন্যযায়ী, তরুণদের জন্যে টেক দুনিয়াতে জোর দিচ্ছে কেন্দ্র। অন্তত আজকের বাজেটে এমনই আভাস মিলল।

এদিন তরুণদের জন্য, কেন্দ্রীয় অর্থমন্ত্রী সীতারমণ বলেন, "আমাদের প্রযুক্তি-প্রেমী যুবকদের জন্য, এটি একটি স্বর্ণযুগ হবে। ৫০ বছরের সুদ-মুক্ত ঋণ প্রদানের সাথে ১ লাখ কোটি টাকার একটি কর্পাস প্রতিষ্ঠিত হবে। কম বা শূন্য সুদের হারে অর্থায়ন বা পুনঃঅর্থায়ন এটি দীর্ঘমেয়াদী হবে”। এমনটাই এদিন জানিয়েছেন অর্থমন্ত্রী।

 

স্ব

স

স