নিজস্ব সংবাদদাতা: মহুর্তের মধ্যে ভেঙে পড়ল বাড়ির একাংশ। জানা গিয়েছে, ওই বাড়ির ধ্বংসাবশেষের তলায় আটকে পড়েছে ২ জন। তাঁদের উদ্ধার কাজ শুরু হয়েছে। ঘটনাটি ঘটেছে মুম্বইয়ের ঘাটকোপার রাজাওয়াদি কলোনিতে। ওই কলোনিতে অবস্থিত একটি বাড়ির একাংশ হঠাৎই ভেঙে পড়ে।
ঘটনার পর স্থানীয় বাসিন্দারা সবার প্রথম উদ্ধার কাজে হাত লাগান। ঘটনার খবর পেয়ে এলাকায় আসে উদ্ধারকারী দল। যুদ্ধকালীন তৎপরতায় তারাও শুরু করেছে উদ্ধার কাজ। এখনও পর্যন্ত ৪ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। মহারাষ্ট্রের মন্ত্রী মঙ্গল প্রভাত লোধা জানান, ধ্বংসস্তূপের মধ্যে আরও ২ জন এখনও আটকে রয়েছে। তাদের উদ্ধারের জন্য চেষ্টা চালাচ্ছে উদ্ধারকারী দল।
জানা গিয়েছে, দুর্ঘটনার সময় ওই ২ জন বাড়ির এক তলায় ছিলেন। এনডিআরএফ-এর ৩টি দল উদ্ধার কাজ চালাচ্ছে।