টানেল ধস, এক সপ্তাহ পার, আটক ৪১ জন শ্রমিক! পাঠানো হচ্ছে গরম খিচুড়ি

উত্তরকাশীতে টানেল ধসের ঘটনা ঘটেছে।

author-image
Aniruddha Chakraborty
আপডেট করা হয়েছে
New Update
ঞ্ঝন

ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতাঃ ১২ নভেম্বর সিল্কিয়ারা টানেলের একটি অংশ ধসে পড়ায় আটকে পড়া ৪১ জন শ্রমিককে উদ্ধারের জন্য উদ্ধার অভিযান এখনও অব্যাহত রয়েছে। জানা গিয়েছে, উদ্ধারকারীরা আটকে পড়া শ্রমিকদের কাছে খাবার পাঠানোর জন্য নলাকার বোতলে খিচুড়ি ভর্তি করছেন। আটকে পড়া শ্রমিকদের জন্য খিচুড়ি প্রস্তুতকারী রাঁধুনি হেমন্ত বলেন, 'এই প্রথম শ্রমিকদের কাছে গরম খাবার পাঠানো হচ্ছে। এই খাবার টানেলের ভিতরে পাঠানো হবে। আমরা খিচুড়ি পাঠাচ্ছি। আমরা শুধু সেই খাবারই প্রস্তুত করছি, যা আমাদের সুপারিশ করা হয়েছে।' 

রাঁধুনি রবি রায় বলেন, "ভিতরে আটকা পড়া মানুষদের খাবার পাঠানো হবে। আমরা ৪১ জনের জন্য খাবার প্রস্তুত করেছি। একজনের জন্য প্রস্তুত করা হয়েছে ৭৫০ গ্রাম। প্রথমবারের মতো তাদের কাছে গরম খাবার পাঠানো হচ্ছে। সোমবার রাতে তাদের কাছে খিচুড়ি পাঠানো হচ্ছে, কমলা, আপেল এবং মিষ্টি লেবুর রসও পাঠানো হয়েছে। মঙ্গলবার থেকে ডালিয়া ও অন্যান্য খাদ্যসামগ্রী তাদের কাছে পাঠানো হবে।" 

নিপু কুমার নামে এক নিরাপত্তা কর্মী বলেন, "যোগাযোগ স্থাপনের জন্য একটি ওয়াকিটকি ভিতরে পাঠানো হয়েছে। দুটি চার্জারও পাঠানো হচ্ছে। খাবার পাঠানো হবে। প্রয়োজনে অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্রও তাদের কাছে পাঠানো হবে।" 

hire