নিজস্ব সংবাদদাতা: উত্তরপ্রদেশের প্রয়াগরাজে মহা কুম্ভ মেলা এলাকায় পিএস ঝুনসি সীমানায় তাঁবুতে আগুন লেগেছে। উত্তরপ্রদেশ সরকারের তরফে জানানো হয়েছে চা বানাতে গিয়ে গীতা প্রেসের রান্নাঘরে ছোট সিলিন্ডার ফুটো হয়ে আগুন লেগেছে। আগুনের কারণে, রান্নাঘরে রাখা প্রায় ২টি গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয় এবং শ্রী সঞ্জীব প্রয়াগওয়ালের ৪০টি খড়ের ঝুপড়ি এবং ৬টি তাঁবু পুড়ে যায়। তবে পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে বলে জানা গিয়েছে।