নিজস্ব সংবাদদাতা : সম্প্রতি কাশ্মীরের পহেলগাঁও-এ ঘটে যাওয়া ভয়াবহ সন্ত্রাসবাদী হামলায় প্রাণ হারিয়েছেন সুশীল নাথানিয়েল। আর এবার ওইদিনকার ভয়াবহ অভিজ্ঞতার কথা শোনালেন তার ভাই বিকাশ নাথানিয়েল। তিনি বলেন,"ওইদিন সন্ত্রাসীরা প্রথমে সুশীলকে হাঁটু গেড়ে বসতে বলে এবং কলমা পাঠ করতে বলে। এরপর তার ধর্ম জানতে চাইলে যখন সে জানায় যে সে খ্রিস্টান, তখনই তাকে গুলি করে হত্যা করা হয়।"
/anm-bengali/media/media_files/2025/04/23/sCfA8tS5cnNI10caacm6.jpg)
এরপর সরকারের পাশে থাকার বার্তা দিয়ে তিনি বলেন,''কেন্দ্রীয় সরকার পুরোপুরি সহায়তা করেছে এবং সরকারও তো এটা জানত না যে হঠাৎ করেই এমন একটি হামলা হবে।"