নিজস্ব সংবাদদাতা : এবার ঝাড়খণ্ডে মাওবাদী বিরোধী একটি অপারেশনে বড় সাফল্য পেল কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী। আজ ঝাড়খণ্ডে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর একটি বিশেষ অভিযানে, প্রায় ৮ জন মাওবাদীকে খতম করলো কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী। আর এবার এই বিষয়েই বড় টুইট করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ।
/anm-bengali/media/media_files/w3TWoc1eghkEUwqYfmv7.jpg)
আজ নিজের এক্স (টুইটার) হ্যান্ডেলে তিনি লেখেন, "নকশালবাদকে নির্মূল করার অভিযান অব্যাহত রয়েছে। আজ ঝাড়খণ্ডের বোকারো জেলার, লুগু পাহাড়ের কাছে, এক এনকাউন্টারে প্রায় ৮ জন মাওবাদী নিহত হয়েছে। এদের মধ্যে মাওবাদীদের শীর্ষ নেতা বিবেকও রয়েছে, যার মাথার দাম ছিল প্রায় ১ কোটি টাকা। এছাড়া এই অভিযানে আরও দুই কুখ্যাত নকশালবাদীও নিহত হয়েছে। নকশালবাদ নির্মূল করার অভিযান এখনও চলছে। আমাদের নিরাপত্তা বাহিনীকে আমি অভিনন্দন জানাচ্ছি।"