ঝাড়খণ্ডে খতম ৮ মাওবাদী ! টুইট করে বড় খবর দিলেন স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ

টুইট করে কি বড় খবর দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ ?

author-image
Debjit Biswas
New Update
amit shah bjjp.jpg

নিজস্ব সংবাদদাতা : এবার ঝাড়খণ্ডে মাওবাদী বিরোধী একটি অপারেশনে বড় সাফল্য পেল কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী। আজ ঝাড়খণ্ডে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর একটি বিশেষ অভিযানে, প্রায় ৮ জন মাওবাদীকে খতম করলো কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী। আর এবার এই বিষয়েই বড় টুইট করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ।

gun

আজ নিজের এক্স (টুইটার) হ্যান্ডেলে তিনি লেখেন, "নকশালবাদকে নির্মূল করার অভিযান অব্যাহত রয়েছে। আজ ঝাড়খণ্ডের বোকারো জেলার, লুগু পাহাড়ের কাছে, এক এনকাউন্টারে প্রায় ৮ জন মাওবাদী নিহত হয়েছে। এদের মধ্যে মাওবাদীদের শীর্ষ নেতা বিবেকও রয়েছে, যার মাথার দাম ছিল প্রায় ১ কোটি টাকা। এছাড়া এই অভিযানে আরও দুই কুখ্যাত নকশালবাদীও নিহত হয়েছে। নকশালবাদ নির্মূল করার অভিযান এখনও চলছে। আমাদের নিরাপত্তা বাহিনীকে আমি অভিনন্দন জানাচ্ছি।"