স্কুল কেলেঙ্কারি কাণ্ডে আপ নেতাদের বিরুদ্ধে মামলার দায়েরের অনুমতি স্বরাষ্ট্রমন্ত্রকের
দিল্লি বিধানসভা নির্বাচনে পরাজয়ের পর আপ শিবিরে নয়া ধাক্কা। দু'হাজার কোটি টাকারও বেশি দুর্নীতির অভিযোগে দলের দুই শীর্ষ নেতার বিরুদ্ধে তদন্তের অনুমতি দিল স্বরাষ্ট্রমন্ত্রক।
নিজস্ব সংবাদদাতা: হোলির আবহে ফের নয়া সমস্যার মুখোমুখি অরবিন্দ কেজরিওয়ালের দল আম আদমি পার্টি৷ অভিযোগ, দিল্লির সরকারি স্কুলে ক্লাসরুম তৈরিতে ২ হাজার কোটি টাকার কেলেঙ্কারি হয়েছে। অভিযোগের ভিত্তিতে আম আদমি পার্টির দুই শীর্ষ নেতা মণীশ সিসোদিয়া এবং সত্যেন্দ্র জৈনের বিরুদ্ধে মামলা দায়েরের অনুমতি দিল স্বরাষ্ট্রমন্ত্রক।
দিল্লি সরকারের ১৯৪টি স্কুলে ২৪০০টিরও বেশি নয়া ক্লাসরুম তৈরিতে অনিয়ম হয়েছে বলে অভিযোগ। পাশাপাশি, স্কুলবাড়ি তৈরিতেও হয়েছে দুর্নীতি। এই বিষয়ে, বছর ছয়েক আগে, বিজেপি নেতারা নয়াদিল্লি থানায় একটি অভিযোগ দায়ের করেছিলেন ৷ পুলিশ সূত্রে খবর, প্রাথমিক তদন্তেই অনিয়ম ধরা পড়েছিল বলে পুলিশ সূত্রে খবর৷ এরপর নয়াদিল্লির তৎকালীন ডিসিপি সেই মামলা এসিবি (অ্যান্টি করাপশন ব্যুরো)-র কাছে হস্তান্তর করেন ৷ পুরো বিষয়টি খতিয়ে দেখছে এসিবি।