নিজস্ব সংবাদদাতা: গুজরাট বার কাউন্সিলে আইনজীবীদের শপথগ্রহণ অনুষ্ঠানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ উপস্থিতি হন। সেখানে তিনি বলেছেন, "দেশের বিচার ব্যবস্থার প্রতি জনগণের বিশ্বাস অক্ষুণ্ণ। কিন্তু ন্যায়বিচার পেতে যদি ২০ বছর সময় লাগে, তাহলে সেই বিশ্বাস বেশিদিন টিকতে পারে না। সেই কারণেই ভারতীয় সংসদে তিনটি নতুন ফৌজদারি বিচার আইন আনা হয়েছে। ভারতীয় ন্যায় সংহিতা, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা এবং ভারতীয় দক্ষ অধিনিয়াম সংসদে পাস হয়েছে। সারা দেশের আদালতগুলি সে অনুযায়ী কাজ করছে। সম্পূর্ণ আইন বাস্তবায়নের পর থানায় এফআইআর দায়ের এবং সুপ্রিম কোর্টের রায়ের প্রক্রিয়া তিন বছরের মধ্যে সম্পন্ন হবে।"
/anm-bengali/media/media_files/2024/10/26/LQUsHZYDnffniDxjnST2.jpg)