নিজস্ব সংবাদদাতাঃ অরুণাচল প্রদেশ পুলিশ জানিয়েছে, তাওয়াংয়ের লুগুথাং মঠ থেকে সোনার পবিত্র গ্রন্থ চুরির অভিযোগে মেরাগোহ গ্রাম থেকে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। ঐতিহাসিক তাৎপর্য বহনকারী সোনালী ধর্মগ্রন্থটি গত মাসে চুরি হয়ে যায়। লুগুথাং অরুণাচল প্রদেশের তাওয়াং-এর অন্যতম প্রত্যন্ত গ্রাম।
চুরির পর পুলিশ তদন্ত শুরু করে এবং পবিত্র গ্রন্থটির সন্ধানে অভিযান শুরু করে। পুলিশের নেতৃত্বে ছিলেন তাওয়াং জেলার সাব ইন্সপেক্টর পেমা ওয়াংচু। পুলিশ জানিয়েছে, "চার অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে এবং ৯ ঘণ্টার পথ পাড়ি দেওয়ার পরে মেরাগোহ গ্রাম থেকে চুরি হওয়া সম্পত্তি উদ্ধার করা হয়েছে।" ঘটনার আরও তদন্ত চলছে।