নিজস্ব সংবাদদাতা: তামিলনাড়ুর কুড্ডালোর জেলায় বন্যার কারণে স্কুল ও কলেজের জন্য ছুটি ঘোষণা করা হয়েছে। এই তথ্য দিলেন কুড্ডালোর জেলা কালেক্টর।
তামিলনাড়ুর কিছু অংশ ঘূর্ণিঝড় ফেলং-এর প্রভাবে ভারী বৃষ্টিতে আঘাত হেনেছে, যা শনিবার স্থলভাগে আছড়ে পড়েছে এবং দুর্বল ঝড় হিসেবে কেরালা ও কর্ণাটকের দিকে অগ্রসর হচ্ছে। ভারী বৃষ্টির কারণে তামিলনাড়ুর নীলগিরি জেলায় স্কুল বন্ধ হয়ে গেছে এবং তিরুভান্নামালাইতেও একটি কাদা ধসে পড়েছে, যেখানে সাতজন লোক ধ্বংসাবশেষের নিচে আটকে পড়ার আশঙ্কা করা হচ্ছে।