ইতিহাসের পরেশনাথ এ এন এম নিউজে

পশ্চিমবঙ্গের পার্শ্ববর্তী রাজ্য ঝাড়খণ্ডের বিখ্যাত সর্বোচ্চ পাহাড় পরেশনাথ।

author-image
Tamalika Chakraborty
New Update
WhatsApp Image 2025-02-09 at 2.21.44 PM

নিজস্ব সংবাদদাতা: পশ্চিমবঙ্গের পার্শ্ববর্তী রাজ্য ঝাড়খণ্ডের বিখ্যাত সর্বোচ্চ পাহাড় পরেশনাথ। সম্মেদ শিখর বা সম্মেত শিখর বা শিখরজি বা পরেশনাথ পাহাড় বা মারাং বুরু। কোটি কোটি মানুষের কাছে বিভিন্ন নামে খ্যাত এই পাহাড়।

pareshnath 3

এই পাহাড় জৈন ধর্মাবলম্বী মানুষদের অন্যতম প্রধান তীর্থস্থান।  মানুষ বিশ্বাস করেন, জৈনদের চব্বিশ জন তীর্থঙ্করের মধ্যে কুড়িজন এই স্থানে মোক্ষলাভ করেছিলেন।  জৈনধর্মের বারোটি প্রধান গ্রন্থের মধ্যে অন্যতম হল জ্ঞাতৃধর্মকথা নামক এক গ্রন্থ। সেখানে এই পাহাড় এবং মন্দিরের কথা উল্লেখ রয়েছে।

pareshnath 2

এছাড়াও ইতিহাসের পাতায় এই মন্দিরের উল্লেখ রয়েছে।  দ্বাদশ শতাব্দীর রচিত পার্শ্বনাথের জীবনী পার্শ্বনাথচরিত গ্রন্থে এই পাহাড়ের বিশেষ উল্লেখ রয়েছে। এই পবিত্র স্থানের আরো এক নজরকাড়া দৃশ্য হল- প্রত্যেকটি মন্দির বা কূটে সাধকদের মূর্তি থাকে না, থাকে সেখানে অবস্থিত শুধুই তাদের চরণ পাদুকা। কেদারনাথ এবং বৈষ্ণো দেবীর মতো পরেশনাথে দৃশ্যমান প্রভুর প্রতি তাঁর ভক্তদের ভক্তির নজরকাড়া দৃশ্য ক্যামেরাবন্দি করতেই এ এন এম নিউজ- এর টিম গিয়ে পৌঁছায় পরেশনাথ পাহাড়ের চূড়ায়।

parehnath 5

প্রায়,১৩৬৫ মিটার উঁচু এই পাহাড় অতিক্রমের যাত্রায় বহু বিষয় ধরা পড়লো ক্যামেরায়। তারই এক অংশ তুলে আমরা হাজির করলাম আপনাদের সম্মুখে ।