৭৬তম প্রজাতন্ত্র দিবসে পুলওয়ামায় ঐতিহাসিক ঘটনা- দেখুন ভিডিও

৭৬তম প্রজাতন্ত্র দিবসে পুলওয়ামায় ঐতিহাসিক ঘটনা। কি ঘটলো? জানুন বিস্তারি.....

author-image
Debapriya Sarkar
New Update
republic.jpg

নিজস্ব সংবাদদাতা : ৭৬তম প্রজাতন্ত্র দিবসে জম্মু ও কাশ্মীরের পুলওয়ামা জেলার ত্রাল চকে একটি ঐতিহাসিক ঘটনা ঘটেছে। এই দিনেই প্রথমবারের মতো সেখানে ভারতীয় জাতীয় পতাকা উত্তোলন করা হয়। বিশেষ এই মুহূর্তে পতাকাটি উত্তোলন করেন তিনজন—একজন বয়স্ক ব্যক্তি, একজন যুবক এবং একজন শিশু। এই ঘটনাটি শুধু একটি পতাকা উত্তোলনের অনুষ্ঠান ছিল না, বরং এটি ছিল প্রজন্মের ঐক্য এবং জাতির প্রতি একযোগিতার শক্তিশালী প্রতীক। বয়স্ক, যুবক ও শিশুদের সম্মিলিত প্রচেষ্টা দেখিয়ে তারা দেশের প্রতি তাদের ভালোবাসা, শ্রদ্ধা ও অঙ্গীকার প্রকাশ করেছেন।