নিজস্ব সংবাদদাতাঃ অযোধ্যায় তৈরি হওয়া রাম মন্দিরকে ঘিরে বিতর্ক ও উত্তেজনা একপ্রকার তুঙ্গে রয়েছে। আগামী ২২ জানুয়ারি রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠান হবে। এদিকে এসবের মাঝেই ফের একবার তৈরি হল বড় বিতর্ক। আজ সাত সকালে দিল্লির বাবর রোডে 'অযোধ্যা মার্গ'(Ayodhya Marg)-এর স্টিকার লাগিয়েছেন হিন্দুসেনা কর্মীরা।