নিজস্ব সংবাদদাতাঃ ভিন্নধর্মে বিবাহকে আইনত স্বীকৃতি দিল না হাইকোর্ট। সূত্র মারফত জানা গিয়েছে যে, একে অন্যের প্রতি ভালবাসায় আকৃষ্ট হয়ে হিন্দু যুবতী এবং মুসলিম যুবক ধর্ম পরিবর্তন না করে বিশেষ বিবাহ আইনের অধীনে বিবাহের সিদ্ধান্ত নিয়েছিল কিন্তু সেই পথে বাধা এসেছিল।
কনের পরিবার বেঁকে বসায় বিষয়টি আদালত পর্যন্ত এগোয়। হাইকোর্টও এই বিয়ের আবেদন খারিজ করে দেয়। এই মামলা সংক্রান্ত বিষয়ে মধ্যপ্রদেশের হাইকোর্ট রায় দিয়েছে যে, একজন মুসলিম যুবক এবং একজন হিন্দু যুবতীর মধ্যে মুসলিম পার্সোনাল ল অনুযায়ী এটি বৈধ নয়।
বিচারপতি জানিয়েছেন, " একজন মুসলিম পুরুষ এবং একজন হিন্দু মহিলা বিশেষ বিবাহ আইনের অধীনে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেও, মুসলিম আইনের অধীনে তা নিয়ম বহির্ভূত হিসেবে গণ্য করা হবে। "