নিজস্ব সংবাদদাতা:বাজেট নিয়ে রাহুল গান্ধীর বক্তব্যের বিষয়ে, আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন, "কংগ্রেসের এই বাজেটের সমালোচনা করা উচিত নয়, তাদের দেখা উচিত তারা মধ্যবিত্তকে কতটা স্বস্তি দিয়েছে। এমনকি 60 বছর ধরে আমাদের দেশ শাসন করার পরেও , তারা আয়কর ত্রাণের স্ল্যাব 5 লক্ষ টাকার বেশি বাড়াতে পারেনি... আজ কেন্দ্রীয় অর্থমন্ত্রী শুধু মধ্যবিত্তকেই ছাড় দেননি, নিম্ন মধ্যবিত্ত এবং উচ্চ মধ্যবিত্ত উভয়কেই...তিনি বিভিন্ন প্রযুক্তির কথা বলেছেন.. তিনি বিভিন্ন ক্যান্সারের ওষুধের দাম কমিয়েছেন...এই মন্তব্যগুলি রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত এবং দেশের অর্থনীতিতে রাহুল গান্ধীর শূন্য জ্ঞানকে প্রতিফলিত করে"।