পড়শি রাজ্য দাঁড়ালো পাশে, দিল্লিতে মিটতে চলেছে জল সমস্যা

দিল্লিতে ১৩৭ কিউসেক জল ছাড়ার অনুমতি দিল।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
Delhi_water_crisis.webp

File Picture

নিজস্ব সংবাদদাতা: দিল্লি জল সমস্যা মেটাতে এবার সরাসরি হস্তক্ষেপ করল সুপ্রিম কোর্ট। হিমাচল প্রদেশকে দিল্লিতে ১৩৭ কিউসেক জল ছাড়ার অনুমতি দিল। সুপ্রিম রায়ের বিষয়ে, দিল্লির মন্ত্রী সৌরভ ভরদ্বাজ এদিন বলেন, “১৯৯৩ সালে দিল্লির জন্য যে পরিমাণ জল দেওয়ার সিদ্ধান্ত হয়েছিল, ৩০ বছর পরেও আমরা একই পরিমাণ জল পাচ্ছি। যদিও দিল্লির জনসংখ্যা বহুগুণ বেড়েছে। আমি হিমাচলের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখুর সাথে দুবার দেখা করেছি এবং আমরা বলেছিলাম যে আমরা রাজ্য থেকে জল কিনতে চাই। একই সাথে আমরা হরিয়ানার বিজেপি সরকারকে বলেছিলাম যে আমাদের হিমাচল প্রদেশের জল নিতে দিন। হিমাচল দিল্লিকে জল দিতে চায়। কিন্তু হরিয়ানার বিজেপি সরকার বলেছে আমরা আপনাদের জল দেব না। হরিয়ানাকে জলের পথ দেওয়ার জন্য কেন্দ্রীয় সরকারের কি উদ্যোগ নেওয়া উচিত ছিল না? কিন্তু কেন্দ্রীয় সরকারও কোনও উদ্যোগ নেয়নি। সুপ্রিম কোর্ট আজ বলেছে, এটা আগেই করা উচিত ছিল। আমি সুপ্রিম কোর্ট এবং হিমাচল প্রদেশ সরকারকে এর জন্যে ধন্যবাদ জানাতে চাই”।

Saurabh Bharadwaj

 

Add 1