নিজস্ব সংবাদদাতা: গতকাল জম্মু-কাশ্মীর আর আজ হিমাচল প্রদেশ; সাদা বরফে ঢাকল হিম ভূমি। এই মরশুমের প্রথম তুষারপাত পেল হিমাচলের রোহটাং পাস। এদিন রোহটাং পাসের অটল টানেল সম্পূর্ণ বরফে ঢাকা পড়েছে। আপাতত গাড়ি চলাচল স্তব্ধ রয়েছে সেখানে।
অদ্ভুত বিষয় হল, যখন দেশের একপ্রান্তে শীত বাধাপ্রাপ্ত হচ্ছে ঘূর্ণাবর্তের জেরে, তখন অপরপ্রান্তে শুরু হয়ে গিয়েছে তুষারপাত। ফলে মনে করা হচ্ছে এই ঘূর্ণাবর্ত কাটলেই শৈত্যপ্রবাহ শুরু হবে একাধিক রাজ্যে।